Cancelled Trains: আজও একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল রেলের, দেখে নিন পুরো তালিকা

ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়েনি জাওয়াদ। বরং ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব উপকূলীয় (ইস্ট-কোস্ট) রেল। তবে সেই সংখ্যাটা একেবারে হাতেগোনা। একনজরে দেখে নিন আজ (সোমবার, ৬ ডিসেম্বর) কোন কোন ট্রেন বাতিল থাকছে –

  • ১২৬৬৫ হাওড়া-কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস।
  • ২২৮৭৮ এর্নাকুলাম-হাওড়া অন্ত্যোদয় এক্সপ্রেস।
  • ১২৮০২ নয়াদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস।
  • ১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস।
  • ১২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট সুপারফাস্ট এক্সপ্রেস।
  • ২২৮১৮ মাইসুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।
  • ২২৮৬০ চেন্নাই-পুরী এক্সপ্রেস।
  • ১৩৩৫২ আল্লেপ্পি-ধানবাদ এক্সপ্রেস।
  • ১২৮৪৪ আমদাবাদ-পুরী এক্সপ্রেস।ট্রেন্ডিং স্টোরিজ 
    • পশ্চিমবঙ্গের আবহাওয়াএমনিতে ইতিমধ্যে দুর্বল হয়ে গিয়েছে জাওয়াদ। সোমবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ও লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ জানানো হয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বেলা বাড়লে বৃষ্টিপাত ক্রমশ কমবে।  তবে পূর্বের জেলাগুলি তথা বাংলাদেশ লাগোয়া জেলাগুলির (নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা) একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনাতেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস আছে। ওই চার জেলায় ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.