খলিস্তানপন্থী সন্ত্রাসবাদী হরদীপ সিংহ নিজ্জরকে খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার তিন ভারতীয়! শুক্রবার এমনটাই দাবি করেছে কানাডার পুলিশ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কানাডা পুলিশ মনে করছে নিজ্জর খুনে যাঁরা যুক্ত, তাঁদের মধ্যে অন্যতম এই তিন জন।
বর্তমানে ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের কথা অজানা নয়। মাস কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডাকে দোষারোপ করেছিলেন, ভারত ভাগ করতে চাওয়া মৌলবাদী শক্তি খলিস্তানপন্থীদের আশ্রয় দেওয়ার জন্য। অন্য দিকে, ন’মাস আগে কানাডার রাস্তায় খলিস্তানপন্থী সন্ত্রাসবাদী নিজ্জরকে হত্যা করার দায় ভারতের উপর চাপিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে। ভারত এই অভিযোগকে ‘অযৌক্তিক’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেছিল। কিন্তু তাতে দু’দেশের সম্পর্কের শৈত্য বিন্দুমাত্র কমেনি। এ বার নিজ্জর খুনে তিন ভারতীয় গ্রেফতার হয়েছেন বলে খবর প্রকাশ্যে এল।
সূত্রের খবর, ধৃত তিন ভারতীয়ের নাম করণ ব্রার, কমলপ্রীত সিংহ এবং করণপ্রীত সিংহ। বয়স ২২-৩০-এর মধ্যে। তাঁদের তিন জনের বিরুদ্ধেই নিজ্জরকে খুন এবং খুনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। গত কয়েক বছর ধরে তাঁরা আলবার্টা এলাকায় ভাড়া থাকতেন বলে কানাডার ‘ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম’-এর সুপারিনটেনডেন্ট মনদীপ মুকার জানিয়েছেন। তিন জনের সঙ্গে ভারত সরকারের কোনও ‘যোগ’ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও সূত্রের খবর।
পুরো ঘটনা নিয়ে ‘জোরালো তদন্ত’ শুরু হয়েছে বলে শুক্রবার সংবাদিক বৈঠক করে মন্তব্য করেছেন ‘রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)’-এর সহকারী কমিশনার ডেভিড টেবুল। তাঁকে উদ্ধৃত করে স্থানীয় এক সংবাদমাধ্যম বলেছে, ‘‘এই বিষয়ে পৃথক এবং স্বতন্ত্র তদন্ত চলছে। ধৃতদের পাশাপাশি আরও অনেকে এই ঘটনায় যুক্ত ছিলেন বলে মনে করা হচ্ছে। ভারত সরকারের সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’’
উল্লেখ্য, নিজ্জরকে ২০২০ সালে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছিল ভারত। তিন বছর পর গত ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাঁকে হত্যা করা হয়। প্রসঙ্গত, কানাডার পুলিশ এত দিন পর্যন্ত নিজ্জর হত্যার ঘটনায় কোনও সন্দেহভাজনের নাম জানাতে পারেনি। এই প্রথম নিজ্জরকাণ্ডে তিন জন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে বলে খবর।