কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা সিএপিএফ)-এ নিয়োগে উচ্চতার ক্ষেত্রে কোনও আপস নয়। চাকরিপ্রার্থী এক যুবকের আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের একক বেঞ্চের পর্যবেক্ষণ, নিয়োগের ক্ষেত্রে যে শারীরিক সক্ষমতার পরীক্ষা হয়, তার ফলাফলে হস্তক্ষেপের সুযোগ সীমিত। তা ছাড়া এ ক্ষেত্রে পূর্বনির্ধারিত মান রয়েছে বলেও আবেদনকারীকে জানিয়ে দেয় আদালত।
হাই কোর্টে মামলাটি করেছিলেন হারুন মিঞা নামের এক চাকরিপ্রার্থী। তিনি জানান যে, শারীরিক সক্ষমতার পরীক্ষায় তাঁর উচ্চতা ছিল ১৬৯.৪ সেন্টিমিটার, যা নির্ধারিত মান ১৭০ সেন্টিমিটারের চেয়ে একটু কম। ফলে পরীক্ষার পরবর্তী স্তরে উন্নীত হতে পারেননি হারুন। কিন্তু তিনি ২০১৫ সালের একটি নির্দেশিকাকে সামনে রেখে দাবি করেন যে, সিএপিএফ এবং আসাম রাইফেলসে নিয়োগের ক্ষেত্রে এক জন চাকরিপ্রার্থী উচ্চতার ক্ষেত্রে ০.৫ সেন্টিমিটার ছাড় পেতে পারে।
চাকরিপ্রার্থীর আবেদন খারিজ় করে দিয়ে বিচারপতি জানান, নিয়োগের ক্ষেত্রে যে কঠোর বিধি বলবৎ রয়েছে, তাতে হস্তক্ষেপ করলে গোটা প্রক্রিয়ার স্বচ্ছতার সঙ্গে আপস করা হবে। আদালতে কেন্দ্রের কৌঁসুলিরা অবশ্য ২০১৫ সালের নির্দেশিকাটির ব্যাখ্যা দিয়ে জানান, কেবল তফসিলি উপজাতি (এসটি) এবং অন্য শ্রেণির চাকরিপ্রার্থীরাই উচ্চতায় এই ছাড় পেয়ে থাকেন। মিঞা পদবির কেউ এই সুযোগ পেতে পারেন না বলে জানান তাঁরা। একই সঙ্গে তাঁরা জানান, নির্দেশিকাটি মেডিক্যাল পরীক্ষার জন্য প্রযোজ্য। কিন্তু কেন্দ্রীয় পুলিশে নিয়োগের ক্ষেত্রে প্রথম ধাপেই যে শারীরিক সক্ষমতার পরীক্ষা হয়, সেটার জন্য প্রযোজ্য নয়।