পিএম পোষণ প্রকল্পের আর্থিক খরচ ঠিকমতো হয়েছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্যে আসছে সিএজি অডিটের বিশেষ টিম। এর আগে কেন্দ্রীয় দল এসেছিল। তাঁরা এসে তেমন কিছু পায়নি। এই প্রকল্পে টাকা নয়ছয় হয়েছে বলে এবার অভিযোগ তোলা হয়েছে। তাই কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগকে অডিটের অনুরোধ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
এই অডিটের নির্দেশ কেন্দ্র দিলেও রাজ্য তা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
সম্প্রতি রাজ্যে এসে পরিদর্শন করেছে মিড-ডে মিল নিয়ে কেন্দ্রীয় দল। জয়েন্ট রিভিউ মিশনের অধীনে ১১ সদস্যের প্রতিনিধিদল রাজ্যে পরিদর্শন করেছে। পরিদর্শন করে এই রাজ্যের মিড-ডে মিল কেমন চলছে তা দেখতে একাধিক জেলাও ঘুরেছে এই প্রতিনিধি দল। কেন্দ্রীয় সরকারের দাবি, রাজ্যে গত ৩ বছরে এই প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে। তাই ক্যাগকে নির্দেশ দেওয়া হয়েছে হিসাব খতিয়ে দেখার জন্য। আর ক্যাগের রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
এদিকে সম্প্রতি রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছিল মিড-ডে মিলের টাকা দিয়ে অন্যান্য প্রকল্পের খরচ মেটানো হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছেও এই নালিশ করা হয়েছিল। যদিও রাজ্যে প্রায় ৯ বছর বাদে মিড-ডে মিল নিয়ে টিম পাঠানো হয়েছিল। এই ক্যাগের বিশেষ টিম ওই নালিশের ভিত্তিতেই এমন পদক্ষেপ করা হচ্ছে। প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের পরিচালনা করে স্কুল শিক্ষা দফতর। এই প্রকল্পে সরকারি স্কুলে পাঠরত প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে দিনে একবার রান্না করা গরম খাবার পরিবেশন করা নিয়ম। সেখানে আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে ক্যাগ টিম পাঠানো হচ্ছে।
অন্যদিকে মিড-ডে মিলের দুর্নীতিতে পশ্চিমবঙ্গে এই প্রথম এমন তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। নবান্ন সূত্রে খবর, রাজ্যে শিক্ষা দফতরের অফিসারদের এবং রাজ্যের অর্থ দফতরের অফিসারদের নিয়েও বৈঠক করবে সিএজি অডিটের এই বিশেষ টিম। সিএজি অডিটের টিম যা জানতে চাইবে সেটাই তাদের জানিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। সরকারি পরিসংখ্যান বলছে, এই প্রকল্পে গোটা দেশে ১১ লক্ষ ২০ হাজার সরকারি স্কুলের প্রায় ১১ কোটি ৮০ লক্ষ পড়ুয়া উপকৃত হয়। সম্প্রতি মিড-ডে মিলে মুরগির মাংস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।