Buy Gold at discounted prices: আগামী ৫ দিন সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে মোদী সরকার, কী কী লাভ আছে?

1/6আজ (সোমবার, ২২ অগস্ট) থেকে বাজারে ছাড়া হচ্ছে ২০২২-২৩ অর্থবর্ষের দ্বিতীয় দফার গোল্ড বন্ড (Sovereign Gold Bond Scheme)। যা চলবে আগামী ২৬ অগস্ট (শুক্রবার) পর্যন্ত। অর্থাৎ আগামী পাঁচদিন সস্তায় সোনা কিনতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে জানানো হয়েছে, এবার প্রতি গ্রাম সোনার দাম ৫,১৯৭ টাকা ধার্য করা হয়েছে।

2/6গোল্ড বন্ডের (Sovereign Gold Bond Scheme) ক্ষেত্রে হাতে সোনা মেলে না। বন্ড হিসেবে সোনায় বিনিয়োগ করতে পারবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) বিশেষজ্ঞদের মতে, গোল্ড বন্ডের একাধিক সুবিধা আছে। এমনি সোনা কিনলে যেমন সুরক্ষার ঝক্কি থাকে, তা গোল্ড বন্ডের ক্ষেত্রে নেই। কোনও জিএসটি লাগবে না। ঋণ নেওয়ার ক্ষেত্রেও গোল্ড বন্ড ব্যবহার করা যেতে পারে।

3/6কতদিনের জন্য গোল্ড বন্ড কিনতে হয়? কোনও গোল্ড বন্ডের মেয়াদ আট বছর থাকে। কেউ চাইলে আট বছরের মেয়াদ শেষের আগেই নিজের কেনা গোল্ড বন্ড বেচে দিতে পারেন। পঞ্চম বছরের পর পরবর্তী সুদ প্রদানের দিনে গোল্ড বন্ডে ‘এগজিট’ অপশন পাবেন। অর্থাৎ সেদিন গোল্ড বন্ড ছেড়ে দেওয়ার সুযোগ থাকে।

4/6ন্যূনতম এবং সর্বোচ্চ কত গোল্ড বন্ড কেনা যায়? কেউ যদি গোল্ড বন্ড কিনতে চান, তাহলে ন্যূনতম এক গ্রাম কিনতে হবে। তারপর থেকে এক গ্রামের গুণিতকে সোনা কেনা যাবে। সর্বোচ্চ সীমার ক্ষেত্রে অবশ্য বিভিন্ন শ্রেণিবিভাগ আছে। কোনও অর্থবর্ষে (এপ্রিল থেকে মার্চ) কোনও ব্যক্তি সর্বাধিক চার কিলোগ্রামের গোল্ড বন্ড কিনতে পারবেন। হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রেও সর্বোচ্চসীমা চার কিলোগ্রাম। ট্রাস্ট বা সেই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ২০ কিলোগ্রাম পর্যন্ত গোল্ড বন্ড কেনার সুযোগ আছে।

5/6কোথা থেকে গোল্ড বন্ড কেনা যায়? স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এসএইচসিআইএল), ব্যাঙ্ক (স্মল ফিনান্স ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক), নির্দিষ্ট ডাকঘর বা পোস্ট অফিস এবং নির্দিষ্ট স্টক এক্সচেঞ্জ (ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ) থেকে গোল্ড বন্ড কেনা যায়। সশরীরে গিয়ে কেনার পাশাপাশি অনলাইনেও কিনতে পারবেন গোল্ড বন্ড।

6/6অনলাইনে ছাড়: যাঁরা অনলাইনে গোল্ড বন্ডের সাবস্ক্রিপশন করবেন বা কিনবেন, তাঁদের ছাড় দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাঁরা অনলাইনে কিনবেন এবং ডিজিটাল মোডে লেনদেন করবেন, তাঁরা প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় পাবেন। অর্থাৎ বাজারমূল্যের থেকে কম দামেই তাঁরা গোল্ড বন্ড কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.