বাড়ি কিনবেন? বাজেটের আগে কর ছাড় নিয়ে বড় ঘোষণা করল মোদী সরকার

1/4সস্তায় বাড়ি কেনার ক্ষেত্রে আগামী ৩১ মার্চ পর্যন্ত ‘ট্যাক্স হলিডে’র’ (নির্মাতাদের এই প্রকল্পের জন্য এখনই কর দিতে হবে না) মেয়াদ বাড়ানো হয়েছে। সাধারণ বাজেটের সপ্তাহতিনেক আগে তা স্মরণ করিয়ে দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। আপাতত এই প্রকল্পটি চালু আছে। তা চলতি অর্থবর্ষ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে বাড়ি কেনার ক্ষেত্রে বাড়তি ১.৫ লাখ টাকা ছাড়ের ঘোষণা করা হয়েছে, তাও ৩১ মার্চ পর্যন্ত কার্যকর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

সোমবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘সস্তার বাড়ির জোগান অব্যাহত রাখার জন্য ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে যে নির্মাণ প্রকল্পগুলি অনুমোদন পেয়ে যাবে, সেগুলির ট্যাক্স হলিডের মেয়াদ বাড়ানো হচ্ছে। ৩১ মার্চ পর্যন্ত বাড়ি কিনলে বাড়তি ১.৫ লাখ টাকা ছাড়ের সুবিধা মিলবে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
2/4সোমবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘সস্তার বাড়ির জোগান অব্যাহত রাখার জন্য ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে যে নির্মাণ প্রকল্পগুলি অনুমোদন পেয়ে যাবে, সেগুলির ট্যাক্স হলিডের মেয়াদ বাড়ানো হচ্ছে। ৩১ মার্চ পর্যন্ত বাড়ি কিনলে বাড়তি ১.৫ লাখ টাকা ছাড়ের সুবিধা মিলবে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
গত বছর ফেব্রুয়ারিতে সাধারণ বাজেটের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, ‘সকলের জন্য বাড়ি এবং সস্তায় বাড়ি কেনার বিষয়টিতে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করে এই সরকার। ২০১৯ সালের জুলাইয়ের বাজেটে (দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট) সস্তা বাড়ি ক্রয়ের জন্য যে ঋণ নেওয়া হচ্ছে, তাতে বাড়তি ১.৫ লাখ টাকা করছাড় দেওয়া হয়েছিল। আমি সেই সুবিধা আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিচ্ছি।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
3/4গত বছর ফেব্রুয়ারিতে সাধারণ বাজেটের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, ‘সকলের জন্য বাড়ি এবং সস্তায় বাড়ি কেনার বিষয়টিতে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করে এই সরকার। ২০১৯ সালের জুলাইয়ের বাজেটে (দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট) সস্তা বাড়ি ক্রয়ের জন্য যে ঋণ নেওয়া হচ্ছে, তাতে বাড়তি ১.৫ লাখ টাকা করছাড় দেওয়া হয়েছিল। আমি সেই সুবিধা আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিচ্ছি।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
আয়কর আইনের বিভিন্ন ধারায় মোট আয়ের উপর সর্বোচ্চ দু'লাখ টাকা ছাড় পাওয়া যায়। বাকি করযোগ্য আয়ের উপর কর হিসাব করা হয়। কিন্তু গৃহঋণ নিলে আয়ের থেকে দেড় লাখ টাকা অতিরিক্ত কাটানো যায়। ৪৫ লাখ টাকার কম দামের বাড়ির ক্ষেত্রে এই ছাড়টি প্রযোজ্য। ২০১৯ সাল থেকে এই নিয়ম চালু হয়। যাঁরা সস্তায় বাড়ি কিনছেন, তাঁরা মোট সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
4/4আয়কর আইনের বিভিন্ন ধারায় মোট আয়ের উপর সর্বোচ্চ দু’লাখ টাকা ছাড় পাওয়া যায়। বাকি করযোগ্য আয়ের উপর কর হিসাব করা হয়। কিন্তু গৃহঋণ নিলে আয়ের থেকে দেড় লাখ টাকা অতিরিক্ত কাটানো যায়। ৪৫ লাখ টাকার কম দামের বাড়ির ক্ষেত্রে এই ছাড়টি প্রযোজ্য। ২০১৯ সাল থেকে এই নিয়ম চালু হয়। যাঁরা সস্তায় বাড়ি কিনছেন, তাঁরা মোট সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.