নিজে বাস চালিয়ে নতুন বাসের পথ চলার সূচনা করলেন বিধায়ক। বিধান চন্দ্র রায়ের জন্মদিনে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই থেকে বারাসাতগামী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসের শুভ উদ্বোধনে এসে বাসটি নিজে চালিয়ে উদ্বোধন করলেন চন্দ্রকোনার বিধায় অরূপ ধাড়া।
এদিন ক্ষীরপাই এসবিএসটিসি ডিপোতে বেশ কয়েকটি গাছ লাগানো হয় এদিন। উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া, ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান, ক্ষীরপাই এসবিএসটিসি ডিপোর আধিকারিকরা ও অন্যান্যরা। ক্ষীরপাই থেকে বারাসাতগামী বাস পেয়ে এলাকার মানুষ বেজায় খুশি।