মধ্যপ্রদেশের রেওয়ায় যাত্রিবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১৪ জনের। ঘটনায় আরও ৪০ জন যাত্রী জখম হয়েছেন।
প্রশাসন সূত্রের খবর, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের তালিকা দীর্ঘতর হওয়ার আশঙ্কা রয়েছে। গুরুতর আহত ২০ জনকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে স্থানীয় তৌন্থর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।
পুলিশ সূত্রের খবর, হায়দরাবাদের তেলঙ্গানা থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরগামী ওই দূরপাল্লার বাসটিতে দুর্ঘটনার সময় অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। উত্তরপ্রদেশের সীমানা লাগোয়া রেওয়া জেলার সোহাগি পাহাড়ি গ্রামের কাছে শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ মালবাহী ট্রলিকে ধাক্কা মারে বাসটি। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ এবং গ্রামবাসীরা উদ্ধারের কাজ শুরু করেন।