বর্তমান সময়ে ভারতীয় দল তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও অন্যতম সেরা দুই পেসার হলেন মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ। চিরকাল যে তারা ভারতীয় দলের হয়ে খেলাটা চালিয়ে যেতে পারবেন না, তা বিলক্ষণ বোঝেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাই তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখতে চান তিনি। আর এই বিষয়ে তিনি দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথাও বলেছেন, এবার সেটা প্রকাশ্যে জানিয়ে দিলেন রোহিত শর্মা।
রোহিত শর্মা বলেন, ‘বুমরাহ, শামি সহ সকলেই ভারতীয় দলের হয়ে তো চিরকাল খেলবেন না। সেই কারণে অন্যদেরও প্রস্তুত রাখতে হবে। আমি এবং রাহুল ভাই কী করে বেঞ্চের শক্তি বৃদ্ধি করা যায় সেই বিষয়ে কথা বলেছি। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখন যে পরিমাণ ক্রিকেটটা আমরা খেলি তাতে করে এটি খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও চোট এবং অন্যান্য বিষয়গুলোও মাথায় রাখতে হবে।’
রোহিত শর্মার মতে, ‘আমরা এমন একটা দল হতে চাইনা যারা সবসময় একটি বা দুটি ক্রিকেটারের উপর নির্ভর করে থাকবে। আমরা এমন একটা দল হতে চাই যেখানে প্রত্যেকের দলের জয়ে ভূমিকা থাকবে। তাই সিনিয়রদের উপস্থিতিতেই আমরা জুনিয়রদের সুযোগ দিয়ে তাদেরকে তৈরি করে নিতে চাই। টি-২০ বিশ্বকাপের এখনও আড়াই মাস বাকি। তার মধ্যে এশিয়া কাপ রয়েছে, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ রয়েছে। আমাদের ৮০-৯০ ভাগ দল একেবারে সেট রয়েছে। পরিবেশ, পরিস্থিতির কথা মাথায় রেখে দলে অবশ্যই ৩-৪ টি পরিবর্তন হতে পারে।’