মুম্বই বিমানবন্দরের বাইরে মেজাজ হারালেন জসপ্রীত বুমরাহ। চিত্রসাংবাদিকেরা তাঁর ছবি তুলতে গেলে রেগে যান বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার। ক্ষুব্ধ বুমরাহ বলেন, আমি কি আপনাদের ছবি তোলার জন্য ডেকেছি?
বিমানবন্দর থেকে বুমরাহ বেরোনোর পরই তাঁকে ঘিরে ধরেন কয়েক জন সাংবাদিক এবং চিত্রসংবাদিক। তাতে গাড়ির দিকে যেতে সমস্যা হচ্ছিল বুমরাহের। সমানে ছবির অনুরোধে রেগে যান বুমরাহ। সমাজমাধ্যমে সেই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে ক্ষুব্ধ বুমরাহকে সাংবাদিকদের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমি তো আপনাদের ডাকিনি। আপনারা তো অন্য কারও জন্য অপেক্ষা করছিলেন। তিনি নিশ্চই আসবেন।’’ তখন এক সাংবাদিক বলেন, ‘‘বুমরাহ ভাই আপনি তো আমাদের দিওয়ালির বোনাস।’’ এর পর বিরক্ত বুমরাহ বলেন, ‘‘দয়া করে আমাকে গাড়ির কাছে যেতে দিন। গাড়িতে উঠতে দিন।’’
ওয়েস্ট ইন্ডিজ়ের সঙ্গে টেস্ট সিরিজ়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহকে। তবে অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবেন তিনি। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ়।