মানুষ এখনও ভুলতে পারেনি সিয়াচেনের দিনগুলি। মেরু অঞ্চলের পর এটাই দ্বিতীয় বৃহত্তম হিমবাহ। বহু জওয়ানদের অজানা গল্প লুকিয়ে রয়েছে সিয়াচেনের আনাচকানাচে। কোনও এক সরকারি সফরে যাওয়ার সময় সিয়াচেনের তুষার ঝড়ে আহত হন বহু জওয়ানরা। সেই ঘটনায় শহিদও হয়েছিলেন অনেকে। আসলে সিয়াচেনে উচ্চতা এতটাই যে সেখানে জীবন ধারণ অত্য়ন্ত কঠিন। আরও একটি এমনই দৃশ্য় সামনে এসেছে।
সীমান্তে কাজ করার সময় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) প্রায়ই কঠিন আবহাওয়া পরিস্থিতির মোকাবেলা করে। বিভিন্ন পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় ভারতীয় জওয়ানরা যে আত্মত্যাগ করেছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। এমনকী অত্যন্ত কঠিন সময়তেও তাঁরা দেশের সীমান্ত পাহারা দিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিএসএফ কাশ্মীরের অফিসিয়াল টুইটার পেজে শেয়ার হয় এই ক্লিপটি। সেখানে, এক জওয়ানকে একটি বন্দুক ধরে তুষার ভেদ করে হেঁটে যেতে দেখা যায়।