বছরের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মুরাদনগরে ছাদ ভেঙে মৃত্যু হয়েছে ১৮ জনের।
রবিবার ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। এদিন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। আর সেইসময় অন্তত ২৫ জন সেখানে আশ্রয় নিয়েছিল। রাম ধন নামে এক ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হচ্ছিল। সেইসময় এই ঘটনা ঘটে। মৃতরা সবাই ওই ব্যক্তির আত্মীয় বলে জানা গিয়েছে।
বেশ কয়েক ঘণ্টা কেটে গিয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ। তিনি ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং-ও দুঃখ প্রকাশ করেছেন।
পুলিশ ইতিমধ্যে উদ্ধার অভিযানের ক্রেনের সাহায্য নিচ্ছে।
পুলিশ জানাচ্ছে, গাজিয়াবাদ থানার মুরাদনগর এলাকার উখালারসি গ্রামে এক ব্যক্তির মৃত্যুর পরে আত্মীয়-স্বজনরা তাঁর শেষককৃত্যের জন্য শ্মশানে নিয়ে যায়। পরিবারটি যখন মৃত ব্যক্তির শেষকৃত্যটি করছিল তখন শ্মশান ঘাটের ছাদটি ধসে পড়ে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষে আটকা পড়ে থাকা লোকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়।