পূর্ব বর্ধমানে সরকারি বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রচুর বোমা। সূত্রের খবর, পানাগড় সেনাছাউনিতে নাশকতা ঘটাতে কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল বোমাগুলি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহম্মদ সরফরাজ আনসারি নামে এক যুবককে। কে বা কারা এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে জানতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।
পানাগড় সেনা ছাউনিতে নাশকতা ঘটাতে বোমা পাঠানো হচ্ছে কলকাতা থেকে, মঙ্গলবার এই খবর পায় সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ। সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানায় তারা। বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় শুরু হয় নাকা তল্লাশি। গলসিতে তল্লাশির সময় SBSTC-র বাস থেকে উদ্ধার হয় ২০টি বোমা। সঙ্গে গ্রেফতার করা হয়েছে মহম্মদ সরফরাজ আনসারি নামে এক যুবককে। তার পানাগড়েই নামার কথা ছিল বলে জানা গিয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ
যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সঙ্গে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।