শনিবার রাতে নৌকাডুবির ঘটনা ঘটল কুলতলি ঘাটে। আর এই নৌকাডুবির জেরে মৃত্যু হল দুই যুবকের। নিখোঁজ হয়েছেন আরও দুই যুবক। শনিবার রাতে চুপি পাখিরালয় দেখে ফিরছিলেন কয়েকজন মানুষ। তখনই এই নৌকাডুবির ঘটনা ঘটে। বেশ কয়েকজনকে ওই রাতে উদ্ধার করা হয়। তার মধ্যে এই দুই মৃত যুবকও রয়েছেন। তবে আরও দুই যুবকের খোঁজ রবিবার সকাল পর্যন্ত মেলেনি।
ঠিক কী ঘটেছে কুলতলিতে? স্থানীয় সূত্রে খবর, এই নৌকাডুবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিন কাষ্ঠশালী ঘাট থেকে কুলতলি ঘাট পারাপারের সময় হঠাৎ নৌকা ডুবে যায়। আর তাতেই মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের নাম তনয় মাজি এবং তন্ময় শীল শর্মা। এখনও নিখোঁজ রয়েছেন সৌরভ ভট্টাচার্য এবং সৈকত চট্টোপাধ্যায় নামে দুই যুবক। এঁদের প্রত্যেকের বাড়িই নদিয়ার কৃষ্ণনগরে।
আর কী জানা যাচ্ছে? প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তখন স্থানীয় বেশ কয়েকজন মানুষ গঙ্গার পাড়ে বসে ছিলেন। তাঁরাই দেখেন মাঝগঙ্গায় নৌকা দুলছে। তারপরই সেখান থেকে চিৎকার শোনা যায়। স্থানীয়রা তখন নদীতে নেমে উদ্ধারের কাজ শুরু করেন। নৌকার মাঝি–সহ দুই পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু তাঁদের পূর্বস্থলী হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি দু’জনের খোঁজ মেলেনি।
এখন কী পরিস্থিতি সেখানে? এই নৌকাডুবির ঘটনার পর ঘটনাস্থলে যান পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। কিন্তু রাতে আলোর অভাবে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। আজ, রবিবার সকাল থেকে আবার বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের সাহায্য নিয়ে খোঁজ শুরু হয়েছে দুই যুবকের। যোগাযোগ করা হয়েছে মৃত এবং নিখোঁজদের পরিবারের সঙ্গেও।