“সময় তুমি হার মেনেছে রক্তদানের কাছে, পাঁচটি মিনিট করলে খরচ তিনটি জীবন বাঁচে।” এই মন্ত্রকে পাথেয় করে আজ বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে গ্ৰীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে মেদিনীপুর পৌরসভার ২২ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন। তার মধ্যে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, এলাকার স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজরা, বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
উপস্থিত ব্যক্তিরা প্রত্যেকেই তাঁদের বক্তব্যে স্থানীয় মানুষদের এই মহৎ কর্মসূচিতে কোনোরকম ছুৎমার্গ না রেখে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান।