সামাজিক দায়বদ্ধতার তাগিদে স্বর্গীয় শিক্ষক মধুসূদন গাঁতাইত ও স্বর্গীয় সঙ্গীত শিল্পী উজ্জ্বল কুমার নাগের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির। গ্ৰীষ্মকালীন রক্তের অপ্রতুলতা দূর করতে নীলাম্বর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে আজ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে এই পঞ্চম বার্ষিক রক্তদান শিবির করা হয়। এছাড়া, বিনামূল্যে মুখ ও দাঁতের পরীক্ষা করা হয়।
আজকের এই শিবিরের প্রায় ৫০ জনের বেশি ব্যক্তি রক্তদান করেন। শতাধিক জনের মুখ ও দাঁতের পরীক্ষা করা হয়। সংগঠন এর কার্যকর্তারা শুধু রক্তদান কর্মসূচিতে আবদ্ধ না থেকে পরিবেশে সবুজ ফিরিয়ে আনতে শিবিরে আগত ব্যাক্তিদের হাতে একটি করে অর্থকরী গাছের চারা তুলে দেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিকিৎসক কৃপাসিন্ধু গাঁতাইত, বিধায়ক দীনেন রায়, এমকেডিএ এর ভাইস চেয়ারম্যান প্রদ্যুৎ ঘোষ, সমাজসেবী চন্দন বোস, কমল কৃষ্ণ নাগ।