খড়্গপুর এক নম্বর ব্লকে মিড ডে মিল ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় কারচুপির অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। মোর্চার জেলা সাধারণ সম্পাদক উমাশঙ্কর রায় জানান, ব্লক অফিসে অস্থায়ীভাবে কর্মরত তৃণমূল কর্মীদের নিয়োগ করার লক্ষ্যে চুপিচুপি করে পরীক্ষা নিয়েছেন ওই অফিসেই কর্মরত তৃণমূলের কর্মচারী সংগঠনের জেলা নেতা।
বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের অভিযোগ, বিডিও অফিসে কর্মরত তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারি কর্মচারী সংগঠনের ব্লক কার্যকরী সভাপতি বিপ্লব কুমার কুইলা এবং সংগঠনের সদস্য বনানী ব্যানার্জিকে পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় করা হয়েছে। এদের পরীক্ষার খাতা দেখেছেন তৃণমূলের জেলা সরকারি কর্মচারী সংগঠনের সভাপতি শীতল প্রসাদ বিদ। বিষয়টি নিয়ে বিডিওকে অভিযোগ জানিয়ে চিঠি দেওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি। তাই আজ সাংসদ দিলীপ ঘোষের নির্দেশে জেলা মিডিয়া ইনচার্জ দেবাশীষ ভুঁইঞা, মন্ডল সভাপতি বুদ্ধদেব টলমল সহ আমরা জেলাশাসকের দপ্তরে একটি ডেপুটেশন দিয়েছি। তার আগে বিষয়টি বিডিওকে জানিয়ে যাওয়ার জন্য ব্লক অফিসে গেলেও বেলা সাড়ে এগারোটা পর্যন্ত তিনি অফিসে আসেননি। তাই যুগ্ম বিডিওকে জানানো হয়।
যুব মোর্চার নেতা দাবি করেন, যেভাবে কারচুপি করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছে তা সম্পূর্ণ অস্বচ্ছ। তাই, পুনরায় শূন্য পদ প্রকাশ করে সঠিকভাবে আবেদনপত্র নেওয়া হোক, যাতে ব্লকের অন্যান্য শিক্ষিত যুবক-যুবতিরাও সুযোগ পায়। এভাবে লুকোচুরি করে নিয়োগ চলবে না। জেলাশাসকের দপ্তরে তাই পরীক্ষা বাতিল করে স্বচ্ছ ভাবে নিয়োগের আবেদন জানানো হয়েছে। দাবি মানা না হলে ভিডিও অফিসের সামনে লাগাতার বিক্ষোভ অবস্থান কর্মসূচি নেবে জেলা যুব মোর্চা।