দিল্লি পুরসভার উপনির্বাচনে আসন খুইয়েও জয় পেল বিজেপি, রাজধানী শহরে খাতা খুলল ফরওয়ার্ড ব্লক

দিল্লি পুরসভার (এমসিডি) ১২টি আসনের উপনির্বাচনে জয় পেল বিজেপি। তবে দু’টি জেতা আসন খোয়াতে হল তাদের। পদ্মশিবিরের প্রার্থীরা জিতেছেন সাতটি ওয়ার্ডে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের দল আম আদমি পার্টি (আপ)-র ঝুলিতে গিয়েছে তিনটি। কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থীরা একটি করে ওয়ার্ডে জয়ী হয়েছেন।

দিল্লি পুরসভায় কাউন্সিলরের সংখ্যা ২৫০। বুধবারের উপনির্বাচনের পরে বিজেপি জোটের কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছে ১২২-এ। সংখ্যাগরিষ্ঠতার থেকে চারটি কম। অন্য দিকে, আপের রইল ১০২ জন। কংগ্রেসের ন’জন এবং ফরওয়ার্ড ব্লকের এক জন। চলতি বছরের গোড়ায় দিল্লি বিধানসভা নির্বাচনের পরে ১১ জন কাউন্সিলরের আসন ফাঁকা হয়েছিল। তার পরেই আপ-কে সরিয়ে পুরসভায় ক্ষমতা দখল করেছিল বিজেপি। তার আগেই অবশ্য কেজরীর দলকে ক্ষমতাচ্যুত করে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির রেখা গুপ্ত।

উপনির্বাচন হওয়া ১২টি আসনের মধ্যে ন’টি ছিল বিজেপির দখলে। আপের কাউন্সিলর ছিলেন তিনটি আসনে। সেই হিসেবে এ বার জেতা দু’টি আসন হাতছাড়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের। প্রসঙ্গত, ২০২২ সালে দিল্লি পুরসভার নির্বাচনে আপ ১৩২ এবং বিজেপি ১০৪টি আসনে জয়ী হয়েছিল। বিজেপিকে সরিয়ে এমসিডির প্রথম মেয়র হয়েছিলেন আপ নেত্রী শেলি ওবেরয়। কিন্তু মুকেশ গয়ালের নেতৃত্বে ১৫ জন আপ কাউন্সিলর ‘ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি’ নামে নতুন দল গড়ে বিজেপির সঙ্গে হাত মেলানোয় দু’বছরের মাথাতেই সরতে হয় শেলিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.