মুকুল রায়ের হাতে সরস্বতী পুজোর প্রসাদ খেয়ে অনশন ভাঙলেন আন্দোলনরত পার্শ্বশিক্ষকরা। মঙ্গলবার বিকাশ ভবনের সামনে পার্শ্বশিক্ষকদের আন্দোলনমঞ্চে যান মুকুলবাবু। বিজেপি ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের স্থায়ী শিক্ষদের সমান বেতনক্রম দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। এদিন মুকুলবাবুর সঙ্গে সেখানে যান রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত।
গত ৬১ দিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন পার্শ্বশিক্ষকরা। ১০ দিন ধরে অনশনে বসেছেন ৩ আন্দোলনকারী। মঙ্গলবার সেই মঞ্চে গিয়ে অনশনকারীদের সরস্বতী পুজোর প্রসাদ খাওয়ান মুকুল। সঙ্গে কথা দেন, বিজেপি ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের আর বঞ্চনার শিকার হতে হবে না। অনশন ভাঙলেও অবস্থান চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আগামিকাল নিজেদের দাবি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবেন পার্শ্বশিক্ষকরা।
এদিন মুকুল রায় সাংবাদিকদের বলেন, ‘বাংলায় অরাজকতা চলছে। রাজ্য সরকারের সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ছোট ছোট আন্দোলন হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের বার বার রাস্তায় বসতে হবে না।’ এরাজ্যে শিক্ষকদের কোনও সম্মান নেই বলেও দাবি করেন তিনি।
বলে রাখি, গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে পার্শ্বশিক্ষকদের জন্য ভারতীয় জনতা পার্টির তরফে পে স্কেল ঘোষণার দাবি জানান। অনুমান, এ বিষয়ে নির্বাচনী ইস্তেহারে সুনির্দিষ্ট উল্লেখ করতে পারে বিজেপি।