শিয়ালদহ শাখায় বিঘ্নিত পরিষেবা
বিজেপির ডাকা বাংলা বন্ধের জেরে সকাল থেকে যাত্রী ভোগান্তি। শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। বনগাঁ, ব্যারাকপুরে রেল অবরোধ করেন বন্ধ সমর্থনকারীরা। শিয়ালদহ দক্ষিণ শাখায় নামখানায় রেল অবরোধ করা হয়েছে। যার জেরে সকাল থেকে স্বাভাবিক পরিষেবা বিঘ্নিত।
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৪ ০৮:২৫
রাস্তায় সকাল থেকে সচল বাস পরিষেবা
সরকারের তরফে আগেই আশ্বস্ত করা হয়েছিল গণ পরিবহন সচল থাকবে। বুধবার সকাল থেকেই কলকাতার রাস্তায় সেই ছবি দেখা গেল। শ্যামবাজার চত্বরে সকালে বেসরকারি বাসের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। হাওড়া ও যাদবপুর এইট বি-তেও বাস পরিষেবা স্বাভাবিক।
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৪ ০৮:২১
রাস্তায় মোতায়েন পর্যাপ্ত পুলিশ
বুধবার সকাল থেকে কলকাতায় রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সকালে দেখা মিলল পর্যাপ্ত পুলিশের।
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৪ ০৮:০৯
শ্যামবাজারে মেট্রোর শাটার নামানোর চেষ্টা
বাংলা বন্ধ সফল করতে সকাল থেকে তৎপর পদ্মশিবির। কলকাতায় বিভিন্ন জায়গায় সকাল থেকে পথে নামতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের। মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশও। সকাল শ্যামবাজার মেট্রো স্টেশনের শাটার নামানোর চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। তবে পুলিশ গিয়ে বন্ধ সমর্থনকারীদের সেখান থেকে হটিয়ে দেয়।
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৪ ০৮:০৬
হাওড়া বাস স্ট্যান্ডে বাসের সংখ্যা তুলনায় কম
হাওড়া বাস স্ট্যান্ডে বাসের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম থাকলেও, পরিষেবা স্বাভাবিক রয়েছে। যাত্রী সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় বুধবার কিছুটা কমই দেখা গিয়েছে।
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৪ ০৮:০৪
যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে লোকজন অন্যান্য দিনের থেকে কম
যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে বুধবার সকাল থেকে বাস রয়েছে বটে। তবে লোকজনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। দীর্ঘক্ষণ পর একটি বাস ২০-২২ জন যাত্রী-সহ বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়েছে।
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৪ ০৮:০১
পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি, দাবি অগ্নিমিত্রার
মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অগ্নিমিত্রা বলেন, “খুব ঘৃণ্য আচরণ। এদের শিরদাঁড়া বিক্রি হয়ে গিয়েছে। পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেছে। সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়া যাবে না। কিন্তু পুলিশ নিরস্ত্র পড়ুয়া, বৃদ্ধ, বাচ্চাদের দিকে পুলিশ পাথর ছুড়ে মারছে। সেই ছবি আমার কাছে আছে।”
তিনি আরও বলেন, “লাঠিচার্জ করেছে। জলকামানে রাসায়নিক মেশানো ছিল। যে গ্যাস ছেড়েছিল, তাতে মনে হচ্ছিল ২-৩ ঘণ্টা কেউ গলা চেপে ধরে রেখেছিল। এত দম বন্ধ হয়ে আসছিল। পুলিশ অত্যাচার করবে, আর আমরা প্রতিবাদ করতে পারব না? আমাদের প্রতিবাদ চলবে। তবে আমরা হাতজোড় করে অনুরোধ করব প্রতিবাদে শামিল হতে।”
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৪ ০৭:৪৯
‘কেন গাড়ি চালাচ্ছেন?’ বাসচালকদের প্রশ্ন অগ্নিমিত্রার
বন্ধ সফল করতে সকাল থেকেই ভবানীপুরের রাস্তায় নেমে পড়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বন্ধ সফল করার চেষ্টায় ব্যস্ত বিজেপি নেত্রী। রাস্তায় গাড়ি ও বাস চালকদের কাছে হাতজোড় করে অনুরোধ করেন যাতে, তাঁরা বন্ধকে সমর্থন করেন। বাসচালকদের উদ্দেশে অগ্নিমিত্রা প্রশ্ন করেন, “কেন গাড়ি চালাচ্ছেন? গাড়ি ঘুরিয়ে নিন।”
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৪ ০৭:৪৮
সকাল থেকে আসরে বিজেপি নেতৃত্ব
বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানে ‘পুলিশি সন্ত্রাস’-এর অভিযোগ তুলে সকাল ৬টা থেকে বন্ধ ডাকা হয়েছে। জেলায় জেলায় সকাল থেকেই বিক্ষিপ্ত গোলমালের তথ্য উঠে আসছে। শহর কলকাতাতেও সকাল থেকে আসরে নেমে পড়েছেন বিজেপি নেতৃত্ব।