রাজ্যে ক্ষমতায় এলে ১০ বছরে কেন্দ্রের সঙ্গে সমান হারে রাজ্য সরকারের কর্মচারীরা ডিএ পাবেন। ধীরে ধীরে ঘাটতি পূরণ করবে বিজেপি সরকার। সোমবার হাওড়ার উলুবেরিয়ায় দলীয় কর্মসূচিতে গিয়ে এই আশ্বাস দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত বাবু বলেন, আমরা এই ডিএ-এর দাবিতে আন্দোলনের প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়েছি। তাদের প্রতি আমাদের সমর্থন আছে। কিন্তু আমরা জানি এই সরকার থাকতে তারা ডিএ পাবে না। এই সরকারের পকেটে পয়সা নেই। মেলা, খেলা, দানধ্যান করে সব পয়সা শেষ।
এরপরই তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে আমরা ১০ বছরের মধ্যে কেন্দ্রীয় হারের সমান হারে ডিএ দেব। সুকান্ত মজুমদার বলেন, “একবারে তো দেওয়া সম্ভব নয় অল্প অল্প করে ঘাটতি পূরণ করে, আমরা দশ বছরে কেন্দ্রের সমহারে ডিএ দেব।
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা সম্পর্কে সুকান্তবাবু বলেন, শুভেন্দু অধিকারী জেড ক্যাটেগরির সুরক্ষা পান। তিনি রাজ্যের বিরোধী দলনেতা, যিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। ফলে তার কনভয় যখন যাচ্ছে সেখানে পুলিশের উচিত ছিল নিরাপত্তা দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী গেলে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয় বিরোধী দলনেতার কনভয় গেলেও সমানভাবে ব্যবস্থা নেওয়া উচিত ছিল পুলিশের। একজন সাইকেল নিয়ে সেখানে কীভাবে চলে এলো পুলিশের উচিত তার জবাব দেওয়া।