বন্ধ কারখানা পুনরায় চালুর দাবিতে আজ বড়জোড়ায় ওই কারখানার গেটের সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বড়জোড়া শিল্পাঞ্চলে গত ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য সোনক থার্মাল প্রাইভেট লিমিটেড নামে একটি ফেরো অ্যালয় কারখানায় ক্লোজার নোটিশ সাঁটিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। সেই নিয়ে শ্রমিক বিক্ষোভ চরমে ওঠে। বন্ধের নোটিশ দেখে সেদিনই কারখানা গেটের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতারা। পুলিশি হস্তক্ষেপে ধর্না থেকে সরে যান বিক্ষোভকারীরা। ৬ ডিসেম্বর বিডিও অফিসে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসা হবে বলে তাদের আশ্বাস দেওয়া হয়। শ্রমিক পক্ষের সাথে আজ সেই বৈঠক না হওয়ায় এদিন ফের কারখানা গেটের সামনে কারখানা খোলার দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি নেতারা।
দলের বড়জোড়া মন্ডল ১ এর সভাপতি গোবিন্দ ঘোষ বলেন, শাসক দলের মদতে কারখানা কর্তৃপক্ষ পালিয়ে গেছে। কিন্তু যতক্ষণ না কর্তৃপক্ষ কারখানা পুনরায় চালু করছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। এদিন এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সোমনাথ কর। তিনি বলেন, আচমকা কারখানা বন্ধের নোটিশ জারি হওয়ায় ৭০০ শ্রমিক পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এদিন কারখানা সংক্রান্ত বিষয়ে বিডিও অফিসে আলোচনা হওয়ার আশ্বাস দিয়েও মালিক পক্ষের কেউ আসেননি। আমরা এ নিয়ে শ্রম দফতরের কাছে জানিয়েছি। কিন্তু সদর্থক ভূমিকা নিতে দেখছি না।
এবিষয়ে বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি বলেন, বিজেপি নাটক করছে। বুধবারে আলোচনা হওয়ার কথা থাকলেও আগেই জানিয়ে দেওয়া হয়েছে আগামী সোমবার বিডিও অফিসে আলোচনা হবে। আমরা শ্রমিক পরিবারের পাশে রয়েছি।