পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের বিরোধিতায় জেলাজুড়ে ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। একুশে জুলাইয়ের আজকের দিনটি কর্মসূচির কথা ঘোষণা করেছিল বিজেপি। সেই মতো ২১ জুলাই জেলার ব্লকে ব্লকে বিডিও অফিস ঘেরাও করেন বিজেপি নেতা কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূলকে জেতানোর জন্য প্রশাসনিক সহযোগিতায় ছাপ্পা ভোট করানো, নকল ব্যালট ব্যবহার সহ গণনাতে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে রঘুনাথপুর ১ ব্লক অফিসের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
এদিন বিজেপি কর্মীরা মিছিল করে রঘুনাথপুর ১ ব্লক অফিসের গেটের বাইরে পৌঁছান। সেখানে ব্যারিকেড সরিয়ে জোর করে গেটের ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। বাধা দেয় পুলিশ। পরে পুরুলিয়া- বরাকর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে ও বিডিও রবি শংকর গুপ্তার কুশপুত্তল পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। পরে পুলিশি বাধা অতিক্রম করে জোর করে বিডিও অফিসের গেট খুলে ঢুকে পড়েন তাঁরা। যদিও পুলিশ তাদের অফিস চত্বর থেকে বার করে দেয়।
পুরুলিয়া ২ ব্লকে জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা ছাড়াও বিভিন্ন সংগঠনের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। এদিন রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। পরে বিডিওর কাছে স্মারকলিপি দেন। এছাড়াও বিভিন্ন ব্লকে দলীয় এই কর্মসূচি পালন হয় বলে জানান বিজেপি জেলাথ সভাপতি।