মালদহে দুই আদিবাসী রমণীকে প্রকাশ্যে নগ্ন করে মারধরের ঘটনার প্রতিবাদে আজ সকালে বাঁকুড়া সদর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিজেপি বিধায়ক নিলাদ্রী দানার নেতৃত্বে শতাধিক বিজেপির যুব ও মহিলা কর্মী মিছিল করে থানার সামনে হাজির হয়। পরিস্থিতি সামাল দিতে থানার সামনের গ্ৰিলের দরজা বন্ধ করে দেওয়া হয়। গেটের সামনে থেকেই বিক্ষোভ দেখানো হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন সদর কেন্দ্রের বিজেপি বিধায়ক নিলাদ্রী দানা ও মহিলা নেত্রী মণিকা দত্ত বক্তব্য রাখেন।
নিলাদ্রী দানা বলেন, মালদহের দুই আদিবাসী মহিলাকে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে যেভাবে নগ্ন করে মারধর করার ঘটনা ঘটেছে তাতে রাজ্যের মাথা হেট হয়ে গেছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তিনি।
মহিলা নেত্রী মণিকা দত্ত বলেন, সভ্য সমাজের কাছে বাংলার মান সম্মান ভূলুন্ঠিত। মহিলাদের নিরাপত্তা নেই রাজ্যে তা আবারও প্রমাণ করে দিল। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তিনি এখনও কেন এ বিষয়ে সদর্থক ভূমিকা নিতে পারছেন না? এই ঘটনায় যুক্ত দোষীরা যেন কোনও ভাবেই রেহাই না পায় তার দাবি জানান তিনি।