জলপাইগুড়ি পুর নাগরিক পরিষেবা তলানিতে পৌঁচ্ছে গিয়েছে এই অভিযোগ তুলে আন্দোলনে নামলো বিজেপি টাউন মণ্ডল এক ও দুই কমিটি। সোমবার শহরে মিছিল করে পুরসভার সামনে হাজির হয় আন্দোলনকারী বিজেপি নেতা কর্মীরা। পুরসভার ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন তারা। বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। সেই ব্যারিকেডে ধাক্কাধাকি করে পুরসভার ভিতরে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হয় বিজেপি নেতা কর্মীরা। এরপর পুরসভার সামনে তৈরি করা মঞ্চে অবস্থান বিক্ষোভে বসেন তারা।
বিজেপির অভিযোগ, শহরের বেশিরভাগ রাস্তা বেহাল, নিকাশি ব্যবস্থা তলানিতে, পার্কিং জোন নেই শহরে, বেআইনিভাবে শহরে তৈরি হচ্ছে বহুতল, পানীয় জলের পরিষেবা নেই, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা হচ্ছে, এছাড়া আবাস যোজনায় দলবাজি সহ মোট এগারো দফা দাবি তুলে আন্দোলন। উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ, টাউন মণ্ডল এক সভাপতি মনোজ শাহ, মণ্ডল দুই বিজেপি সভানেত্রী পল্লবী বসু সহ অনেকে।
মনোজবাবু বলেন, “পুর পরিষেবা নেই শহরে, এর প্রতিবাদে আন্দোলন। এছাড়া দুই কোটি টাকা দুর্নীতি হয়েছিল, অভিযুক্ত গ্রেফতার হলেও এখনও জনগণের টাকা উদ্ধার হয়নি। তার প্রতিবাদেই এই আন্দোলন।”