বেঙ্গালুরুতে হিন্দুস্তান এয়ারোনটিক’স লিমিটেড (Hindustan Aeronautics Limited) ওরফে হ্যালের ‘এয়ার ইন্ডিয়া শো’ চলছে৷ বৃহস্পতিবার বিজেপি-র তরণ সাংসদ তেজস্বী সূর্য (Tejasvi Surya) লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজসের (LCA-Tejas) উড়ান নিলেন৷ সেই ছবি ট্যুইট করেছে সংবাদসংস্থা এএনআই৷
আকাশে চক্কর কাটার পর তিনি বললেন, “এলসিএ তেজস আত্মনির্ভর ভারতের প্রতীক৷ দেশের বৈজ্ঞানিক উৎকর্ষতা এবং দক্ষতার নিদর্শন এই জেতস৷ আমি আজ অত্যন্ত খুশি হয়েছি তেজসের মতো অসাধারণ একটি যুদ্ধবিমানে ওড়ার সুযোগ পেয়ে৷ ভারতকে বেঙ্গালুরুর উপহার এলসিএ তেজস৷
গত ১৩ জানুয়ারি মাসেই নরেন্দ্র মোদির (Naremdra Modi) সুরক্ষা সম্পর্কিত কেন্দ্রীয় মন্ত্রিসভা বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (The Cabinet Committee on Security,CCS) ৮৩টি এলসিএ তেজস কেনার অনুমোদন দেয়৷ হ্যাল থেকে তেজস মার্ক ওয়ান সংস্করণের (Tejas Mk-1A variants) যুদ্ববিমানগুলি কিনতে কেন্দ্রের খরচ হবে ৪৮০০০ কোটি টাকা৷ এদিন আনুষ্ঠানিক ভাবে এই চুক্তিতে সিলমোহর পড়ল৷ একই সঙ্গে দেশীয় সামরিক বিমান সেক্টরে সবচেয়ে বড় অঙ্কের চুক্তির ইতিহাসও লেখা হল৷
হ্যাল সিএমডি আর মাধবন এদিন জানান, “চুক্তি অনুযায়ীয় আমরা আজ থেকে ৩৬ মাসের মধ্যে এলসিএ তেজস তুলে দেব৷ ২০২৪ সালের মার্চের মধ্যেই প্রথম ডেলিভারি হয়ে যাবে৷ প্রথম বছরে, দু’টি বিমানের ডেলিভারি নিয়ে ১৬টি বিমান পৌঁছে দেব৷ প্রথমটি দেওয়ার ৬ বছরের মধ্যে বাকিগুলো আমরা তুলে দিতে পারব৷”