সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গ্রাম জনসম্পর্ক অভিযানে নেমেছে বিজেপি শিবির। তারই অংশ হিসেবে রবিবার মেদিনীপুরে আসেন বিজেপি সাংসদ সমীর ওরান। মেদিনীপুরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের সব ধরনের প্রকল্প তুলে ধরে সরকারের ভুয়সী প্রশংসা করলেন বিজেপি সাংসদ।
প্রধানমন্ত্রী দেশের বঞ্চিতদের কথা ভেবে স্বশক্তিকরণের লক্ষ্যে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় দেশের ৮০ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। একই সাথে নল জল প্রকল্পের মাধ্যমে ১১.৮৮ কোটি মানুষের বাড়িতে জলের সরবরাহ পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে প্রত্যেকটি জনজাতির মানুষের জন্য একলব্য মডেল স্কুল চালু হওয়ার ফলে উপকৃত হচ্ছেন কয়েক কোটি মানুষ।
জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা ওঠার পর সেখানের রূপরেখার বিপুল পরিবর্তন হয়েছে বলে দাবি সাংসদ সমীর ওরানের। উত্তর পূর্ব ভারতে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হওয়ার ফলে উত্তর পূর্ব ভারতেও ব্যাপক উন্নয়ন হয়েছে বিজেপির সরকারের অধীনে। তবে পশ্চিম বাংলায় কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প চালু করতে দেওয়া হয় না, তবে বাংলাতেও উন্নয়নের লক্ষ্যে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
অপর দিকে কুড়মিদের আন্দোলন নিয়েও মুখ খোলেন বিজেপি সাংসদ। কুড়মিদের আন্দোলন নিয়ে তিনি বলেন, এটা সাংবিধানিক বিষয়, সংবিধান মেনেই এর সমাধান হবে বলে মন্তব্য সমীর ওরানের।