ভোট গণনা চলাকালীন শালতোড়ায় বিজেপি বিধায়ক চন্দনা বাউরির গাড়ি ভাঙ্গচুরকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এদিন শালতোড়ার নেতাজি সেন্টিনারী কলেজে ভোট গণনা চলাকালীন এই ঘটনা ঘটে।
ভোট গণনা শুরু হওয়ার কিছু পরে গণনা কেন্দ্রের কাছে বিজেপির শিবিরে আচমকাই ঢিল পাথর নিয়ে তেড়ে আসে কিছু দুষ্কৃতী। শিবিরের কাছেই বিধায়কের গাড়ি সহ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে ছিল।ঢিল পাথর ছুড়ে গাড়ি তছনছ করা হয়। গাড়ির কাঁচ ভেঙ্গে চুরমার হয়ে যায়। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চন্দনা বাউরি বলেন, এই ঘটনায় তৃণমূলের লোকজন জড়িত। অশান্তি সৃষ্টি করতেই এই হামলা।
এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। দলীয় কোন্দল ও বিধায়কের উপর ক্ষোভের কারণেই এই ঘটনা বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।