“গাইঘাটার বিজেপি নেত্রীকে হত্যা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত,” বললেন সুকান্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত নিরুপম রায়ের মদতে গাইঘাটার বিজেপি নেত্রীকে খুন করা হয়েছে। এই নিরুপম রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট। তাকে পুলিশ এখনও গ্রেফতার করেনি। পুলিশের কোনো রকম সদিচ্ছা নেই তাকে গ্রেফতার করার।

গাইঘাটা থানার ওসি তৃণমূলের ব্লক সভাপতির মত আচরণ করছে। যদি রাজনীতি করতে হয় তাহলে উর্দিটা খুলে মাসের মাইনে নেওয়া বন্ধ করে মাঠে নেমে পড়ুন। ঘুষ তো অনেক খেয়েছেন, এবার তৃণমূলের ঝান্ডা নিয়ে নেমে পড়ুন বিজেপি বুঝে নেবে রাস্তায়। দলদাস পুলিশের পোশাক পরে রাজনীতি করতে আসবেন না। আমরা চাই উত্তর ২৪ পরগণার তৃণমূলের যুবনেতা নিরুপম রায়ের বিরুদ্ধে মামলা হওয়া উচিৎ এবং তাকে গ্রেফতার করা হোক। উত্তর ২৪ পরগনার গাইঘাটার যুব মোর্চার নেত্রী কাননদেবীর বাড়ি এসে এমনই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

তিনি বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা মত্ত অবস্থায় গালিগালাজ ও মারধর করার প্রতিবাদ জানানোয় গাইঘাটা থানার মানিকহীরা দেশপাড়া এলাকার বিজেপি নেত্রী কানন রায়কে পিটিয়ে খুন করা হয়েছে। ওই ঘটনায় মূল অভিযুক্ত সমীর মল্লিক তৃণমূল কর্মী। বনগাঁ সাংগঠনিক জেলার এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ হিসাবেও তাঁর পরিচিতি। সমীরকে মদত দিয়েছে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের ডান হাত তৃণমূলের যুবনেতা নিরুপম রায়।

এদিন পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, ঘটনা যারা ঘটিয়েছেন তারা তিনজন গ্রেফতার হয়েছেন। কিন্তু কানন রায়ের খুনের মাদতদাতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বনগাঁ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিরুপম রায়কে গ্রেপ্তার করতে হবে। নিরুপম রায়কে গ্রেপ্তার না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে। গাইঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ হবে সেই অবস্থান বিক্ষোভে আমি নিজে উপস্থিত থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.