পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস, কারচুপি, ছাপ্পা সহ একাধিক অভিযোগে কেশিয়াড়িতে বিডিও অফিস ঘেরাও করে ডেপুটেশন দিল বিজেপি।
৮ জুলাই হয়েছিল ভোট। তারপর ১১ জুলাই কেশিয়াড়ি গভর্মেন্ট কলেজে হয়েছিল ভোট গণনা। ভোট গণনাতেও হয়েছে কারচুপি এমনই অভিযোগ ছিল বিরোধীদের। তাদের বক্তব্য প্রশাসন প্রহসন করে জিতিয়েছে শাসক দল তৃণমূলকে। এছাড়াও রয়েছে একাধিক অভিযোগ। ভোটে কারচুপি, ছাপ্পা-সহ একাধিক অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও অভিযানে নামছে বিজেপি। তার আগেই বিডিও অফিস চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। ভারতীয় জনতা পার্টির অভিযোগ, এই গণনা ও কারচুপিতে মদত আছে বিডিও ও আইসি বিশ্বজিৎ হালদারের পুরো প্রশাসনের। শুক্রবার ভোটে কারচুপি-সহ অন্যান্য অভিযোগ তুলে বিডিও অফিসে ঘেরাও অবস্থান করলো বিজেপি। দেওয়া হল ডেপুটেশন।
বিজেপির অভিযোগ, প্রশাসনকে কাজে লাগিয়ে শাসক দল তৃণমূল ভোটে কারচুপি ও দুর্নীতি করেছে, স্বচ্ছ নির্বাচন হয়নি। ফলে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। এদিন ব্লক অফিসে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয় বিজেপির। এই কর্মসূচি হয় কেশিয়াড়ি ব্লকে। বিডিওকে দেওয়া হয় ডেপুটেশন।