করণ মাহাত, রায়গঞ্জ শহরের তুলসীপাড়া এলাকার বাসিন্দা । মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে সংসারের দায়িত্ব নিতে মাছ বিক্রিকেই নিজের জীবিকা হিসেবে বেছে নিয়েছে সে । প্রতিদিন দুইবেলা রায়গঞ্জ শহরের নেতাজি শান্তি ক্লাব মোড়ে রাস্তার পাশে মাছের দোকান নিয়ে বসে । আদ্যন্ত নরেন্দ্র মোদির ভক্ত ।
নির্বাচনের প্রাক্কালে জীবিকার তাগিদে ইচ্ছে থাকলেও নিজের দলের প্রচারে যেতে পারছে না । ফলে বাধ্য হয়েই দলীয় পতাকাকে নিজের ব্যবসার কাজে লাগাতে পেরে কিছুটা তৃপ্ত হচ্ছে রায়গঞ্জ শহরের মাছ ব্যবসায়ী এক যুবক ।
বিজেপির পক্ষ থেকে দলের এই কর্মীকে ধন্যবাদ জানানো হয়েছে । করণ মাহাত, রায়গঞ্জ শহরের তুলসীপাড়া এলাকার বাসিন্দা । মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে সংসারের দায়িত্ব নিতে মাছ বিক্রিকেই নিজের জীবিকা হিসেবে বেছে নিয়েছে সে । প্রতিদিন দুইবেলা রায়গঞ্জ শহরের নেতাজি শান্তি ক্লাব মোড়ে রাস্তার পাশে মাছের দোকান নিয়ে বসে । আদ্যন্ত নরেন্দ্র মোদির ভক্ত । আশপাশের এলাকায় বিজেপির জনসভা থাকলে তাড়াতাড়ি দোকান শেষ করে সেখানে ছুটে যায় সে ৷দলীয় কর্মীসূচিতে থাকতে না পেরে অভিনব পন্থায় দলের হয়ে প্রচার মাছ বিক্রেতারসামনেই বিধানসভা নির্বাচন । দলীয় কর্মীরা প্রতিদিন দুইবেলাতেই প্রচারের কাজে বের হচ্ছে । তাঁরা মিছিল, মিটিং করছে । এলাকায় ফ্ল্যাগ, ফেস্টুন লাগাচ্ছে । কিন্তু মাছের দোকান চালাতে গিয়ে দলের কোনও প্রচার কর্মসূচিতেই সে অংশগ্রহণ করতে পারছে না । তাই বাধ্য হয়েই দলের পতাকা নিয়েই সে দোকান করতে শুরু করেছে । করণ মাহাত জানিয়েছেন, ” আমি বিজেপি তথা নরেন্দ্র মোদির ভক্ত । কিন্তু জীবিকার তাগিদে ইচ্ছে থাকলেও প্রচারে যেতে পারি না । সেই কারণে দলের ফ্লাগ নিয়ে মাছি তাড়ানোর আছিলায় প্রচার চালাচ্ছি । এতে মানুষের মধ্যে এই ফ্ল্যাগের পরিচিতি বাড়ানোর চেষ্টা করছি ।”