হাতে গোনা কয়েকটা মাস, তারপরেই লোকসভা নির্বাচন। তাই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। প্রস্তুতি শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। ইতিমধ্যে বাংলার বিজেপির সাংসদদের নিয়ে দিল্লিতে বৈঠক করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তারপরই বঙ্গ বিজেপির জেলাস্তরে বেশকিছু সংগঠনিক রদ বদল হয়েছে। এই পরিস্থিতিতেই বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
শুক্রবার রাতে তাঁর কলকাতায় আসার কথা। তিনদিন ধরে নানা ধরনের কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে।সেখানে গতবারে তুলনায় পদ্ম শিবিরের ফলাফল বেশ ভালো। বেশ কিছু জায়গায় বোর্ড গঠন করেছে বিজেপি। এই পরিস্থিতিতেই দলের সর্বভারতীয় সভাপতির পশ্চিমবঙ্গের সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
শুক্রবার রাত ন’টা নাগাদ কলকাতায় নামার পর একটি বেসরকারি হোটেলে থাকবেন নাড্ডা। ১২ ই আগস্ট যাবেন হাওড়ার বাগনানে, সেখানে একটি বড় হোটেলে পঞ্চায়েত রাজ সম্মেলনে যোগ দেবেন। বিজেপির কোর কমিটির বৈঠকেও যোগ দেবেন তিনি। এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর।
শনিবার বিকেলে সায়েন্স সিটিতে পঞ্চায়েত নির্বাচনের জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। রবিবার সকালে দক্ষিণেশ্বরে যেতে পারেন জেপি নাড্ডা। এছাড়াও একজন স্বাধীনতা সংগ্রামীর বাড়িতেও যেতে পারেন তিনি, বলে সূত্রের খবর। সেখান থেকে ফিরে দলে সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা। এবারের সফরে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি হাওড়ার দেউলটিতেও যেতে পারেন বিজেপি সভাপতি। রবিবার দুপুরে ন্যাশনাল লাইব্রেরিতে একটি বৈঠককে যোগ দেবেন সর্বভারতীয় সভাপতি। এরপর সন্ধ্যা সাতটা নাগাদ তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। তবে সম্ভাব্য এই কর্মসূচি পরিবর্তন হতে পারে বলেও জানা গেছে।