Bird flu: বাড়ছে বার্ড ফ্লু, এই অসুখটি থেকে কীভাবে বাঁচবেন, কোন কোন বিষয় মনে রাখবেন

কমবেশি প্রতি বছরই বার্ড ফ্লু সংক্রমণ বাড়ে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ আবার দেখা দিতে শুরু করেছেন বার্ড ফ্লু বা Avian Influenza। কিন্তু এই সংক্রমণ নিয়ে কতটা ভয় আছে? কতটাই বা নিরাপদ মানুষ? কী বলছেন বিজ্ঞানীরা?

গত ১৮ ফেব্রুয়ারি শাহপুরের এক গ্রামের পোলট্রিতে একসঙ্গে ১০০ মুরগির মৃত্যু চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। তার পর থেকেই অনেকে প্রশ্ন করছেন, এই সংক্রমণটি কি মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে?ট্রেন্ডিং স্টোরিজ

সম্প্রতি সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ফারহা ইংগেল এক সাক্ষাৎকারে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, Avian Influenza মানুষের জন্য খুব একটা ভয়ের নয়। বার্ড ফ্লু সংক্রমণ মানুষের মধ্যে বিশেষ দেখা যায় না। সংক্রমণ হলেও তা খুব মৃদু উপসর্গ হিসাবে দেখা দেয়। খুব বিরল কিছু ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে হয় রোগীদের। 

চিকিৎসকের কথায়, ২০০৩ থেকে ২০১৯ সালের মধ্যে ৮৬১ জন এই অসুখে আক্রান্ত হয়েছেন বলে শোনা গিয়েছে। মৃত্যু হয়েছে ৪৫৫ জনের। যদিও এর মধ্যে ভারতে খুব কমই আছে। 

এই অসুখের উপসর্গগুলি কী কী:

  • কাশি
  • জ্বর
  • গলাব্যথা
  • পেশিতে ব্যথা
  • মাথাব্যথা
  • শ্বাসকষ্ট
  • লাল চোখ

এই সব ক’টি উপসর্গই খুব মৃদু আকারে দেখা দেয়। কিন্তু খুব বিরল ক্ষেত্রে কাউকে কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকের পরামর্শ, এই ধরনের কোনও লক্ষণ দেখা দিলেই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.