Birbhum Violence: রাজ্যের তদন্তে কি আস্থা রাখা হবে? বগটুইকাণ্ডে আজ রায়দান কলকাতা হাইকোর্টের

1/7বীরভূমের রামপুরহাটের বগটুইকাণ্ডের প্রেক্ষিতে যে মামলাগুলি দায়ের করা হয়েছে, সেই মামলাগুলিতে আজ (শুক্রবার) রায়দান করবে কলকাতা হাইকোর্ট। বুধবার রায়দান স্থগিত রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

গত সোমবার রাতে তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখ খুন হওয়ার পরে বগটুই গ্রামে তাণ্ডব শুরু হয়। বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। তার জেরে মৃত্যু হয় কমপক্ষে আটজনের। সেই ঘটনায় সিবিআই বা অন্য কোনও স্বয়ংশাসিত সংস্থার তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের করা হয়। (ছবি সৌজন্যে পিটিআই)
2/7গত সোমবার রাতে তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখ খুন হওয়ার পরে বগটুই গ্রামে তাণ্ডব শুরু হয়। বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। তার জেরে মৃত্যু হয় কমপক্ষে আটজনের। সেই ঘটনায় সিবিআই বা অন্য কোনও স্বয়ংশাসিত সংস্থার তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের করা হয়। (ছবি সৌজন্যে পিটিআই)
https://85c807ece535277ce6799b0bfa91a596.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
বুধবারের শুনানিতে মামলাকারীরা দাবি করেন, ঘটনার ৪৮ ঘণ্টা পরও মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনও দলের নেতারা যদি ঘটনাস্থলে যেতে চান, তাহলে তাঁরা যেতে পারেন। তার ফলে প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে বলে দাবি করেন মামলাকারীরা। (ছবি সৌজন্যে পিটিআই)
3/7বুধবারের শুনানিতে মামলাকারীরা দাবি করেন, ঘটনার ৪৮ ঘণ্টা পরও মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনও দলের নেতারা যদি ঘটনাস্থলে যেতে চান, তাহলে তাঁরা যেতে পারেন। তার ফলে প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে বলে দাবি করেন মামলাকারীরা। (ছবি সৌজন্যে পিটিআই)
https://85c807ece535277ce6799b0bfa91a596.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
২০০৭ সালে নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনা তুলে ধরে মামলাকারীরা দাবি করেন, বগটুইয়ের ঘটনার তদন্তভারও যেন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। নন্দীগ্রামেও স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল হাইকোর্ট। (ছবি সৌজন্যে পিটিআই)
4/7২০০৭ সালে নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনা তুলে ধরে মামলাকারীরা দাবি করেন, বগটুইয়ের ঘটনার তদন্তভারও যেন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। নন্দীগ্রামেও স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল হাইকোর্ট। (ছবি সৌজন্যে পিটিআই)
https://85c807ece535277ce6799b0bfa91a596.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
মামলাকারীরা দাবি করেন, কয়লা পাচার মামলায় জ্ঞানবন্ত সিংকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেজন্যই তাঁকে বিশেষ তদন্তকারী দলের (সিট) মাথায় বসিয়েছে রাজ্য সরকার। (ছবি সৌজন্যে পিটিআই)
5/7মামলাকারীরা দাবি করেন, কয়লা পাচার মামলায় জ্ঞানবন্ত সিংকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেজন্যই তাঁকে বিশেষ তদন্তকারী দলের (সিট) মাথায় বসিয়েছে রাজ্য সরকার। (ছবি সৌজন্যে পিটিআই)
https://85c807ece535277ce6799b0bfa91a596.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
যদিও রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দাবি করেন, মঙ্গলবার হাইকোর্ট যা নির্দেশ দিয়েছিল, সেইমতো যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। সাক্ষীদের নিরাপত্তা প্রদান করা হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি। (ছবি সৌজন্যে এএনআই)
6/7যদিও রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দাবি করেন, মঙ্গলবার হাইকোর্ট যা নির্দেশ দিয়েছিল, সেইমতো যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। সাক্ষীদের নিরাপত্তা প্রদান করা হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি। (ছবি সৌজন্যে এএনআই)
https://85c807ece535277ce6799b0bfa91a596.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
সিটের মাথায় জ্ঞানবন্ত সিংকে বসানো নিয়ে অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, মামলকারীদের পিটিশনে রাজ্য পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ করা হয়নি। তাই তাঁকে নিয়ে কোনও তথ্য নেই। (ছবি সৌজন্যে পিটিআই)
7/7সিটের মাথায় জ্ঞানবন্ত সিংকে বসানো নিয়ে অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, মামলকারীদের পিটিশনে রাজ্য পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ করা হয়নি। তাই তাঁকে নিয়ে কোনও তথ্য নেই। (ছবি সৌজন্যে পিটিআই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.