যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা স্বাতন্ত্র্য বীর বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিন। আজ সকালে বাঁকুড়া শহরের বীর সাভারকর সরনিস্থ রানীগঞ্জ মোড়ে বীরের ব্রোঞ্জ মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে গৈরিক ধ্বজা উত্তোলন করেন বাঁকুড়া জেলা হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক সুশান্ত নন্দী। বীরের মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট সমাজসেবী সমীর দাস। উপস্থিত বিশিষ্টজনেরা পুষ্পার্ঘ নিবেদন করেন। স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা, আন্দামান সেলুলার জেলে দীর্ঘ কারাবাস ও বিভিন্ন গ্ৰন্হ রচনার কথা উল্লেখ করেন সমীরবাবু।
উল্লেখ্য, প্রতি বৎসরই এই দিনটি ঘটা করে পালন করা হয়। কিন্তু এবছর নির্বাচন বিধি বলবৎ থাকায় প্রকাশ্য সভা, অনুষ্ঠানের অনুমতি মেলেনি। একথা উল্লেখ করে জেলা হিন্দু মহাসভার সহকারি সম্পাদক হরসুন্দর দত্ত জানান, নির্বাচন বিধির কারণে এবছর বীরত্বপূর্ণ লাঠি খেলা, প্রকাশ্য জনসভা স্হগিত রাখা হয়েছে।