ভগবান হনুমানের একটি মূর্তি ২৯ বছর আগে চুরি হয়ে যায় এবং পরে পুলিস সেটি উদ্ধার করে। বিহারের ভোজপুর জেলার একটি থানা থেকে অবশেষে মুক্তি পেল সেই মূর্তি। রামনবমীর এক দিন আগে বুধবার মন্দিরে ফিরে আসে সেই মূর্তি। পুলিস এই খবর জানিয়েছে।
অষ্টধাতু (আটটি ধাতু দিয়ে তৈরি) মূর্তিটি ১৯৯৪ সাল থেকে ভোজপুর জেলার বারহারা ব্লকের কৃষ্ণগড় থানার মালখানায় (তদন্তের সময় পুলিশ জব্দ করা জিনিসপত্র রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা) পড়ে ছিল।
পুলিস জানায়, ২১ মে, ১৯৯৪ সালে গুন্ডি গ্রামের শ্রী রঙ্গনাথ মন্দির থেকে মূর্তিটি সহ অন্য একটি মূর্তি উধাও হয়ে যায়। তিন দিন পরে, ২৫ মে, ১৯৯৪ তারিখে নিকটবর্তী গ্রামের একটি কুয়ো থেকে দুটি মূর্তি উদ্ধার করা হয়। তারপর থেকে তারা কৃষ্ণগড় থানায় রয়ে যায়।