শেয়ার বাজারে বড় ধস! বিনিয়োগকারীদের আতঙ্কিত করে হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স-নিফটি

1/5১৭৪৭ পয়েন্ট পতন হল সেনসেক্সের। দিনের লেনদেন শেষে ৫৬,৪০৫-এ দাঁড়ায় সেনসেক্স।  (Utpal Sarkar)

এদিন সেনসেক্সের পাশাপাশি নিফটিরও পতন ঘটে। ১৬,৯০০ পয়েন্টের নিচে নেমে গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/5এদিন সেনসেক্সের পাশাপাশি নিফটিরও পতন ঘটে। ১৬,৯০০ পয়েন্টের নিচে নেমে গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
এদিন লেনদেন শেষে নিফটি দাঁড়িয়েছিল ১৬,৮১৪ পয়েন্টে। (MINT_PRINT)
3/5এদিন লেনদেন শেষে নিফটি দাঁড়িয়েছিল ১৬,৮১৪ পয়েন্টে। (MINT_PRINT)
এসবিআই, পিএনবি, এইচডিএফসি, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, আইসিআইসিআই সহ একাধিক ব্যাঙ্কের শেয়ার দর নিম্নমুখী ছিল এদিন। (ফাইল ছবি সৌজন্য পিটিআই)
4/5এসবিআই, পিএনবি, এইচডিএফসি, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, আইসিআইসিআই সহ একাধিক ব্যাঙ্কের শেয়ার দর নিম্নমুখী ছিল এদিন। (ফাইল ছবি সৌজন্য পিটিআই)
ইউক্রেনকে ঘিরে মার্কিন-রাশিয়ার দ্বন্দ্বের আবহে বিশ্ব বাজার নিম্নমুখী। এর প্রভাব পড়েছে ভারতের বাজারেও।গতকালকে আজকে মিলিয়ে প্রায় ২৫০০ পয়েন্ট পতন হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচকে।(ছবি সৌজন্যে এএআই) (Utpal Sarkar)
5/5ইউক্রেনকে ঘিরে মার্কিন-রাশিয়ার দ্বন্দ্বের আবহে বিশ্ব বাজার নিম্নমুখী। এর প্রভাব পড়েছে ভারতের বাজারেও।গতকালকে আজকে মিলিয়ে প্রায় ২৫০০ পয়েন্ট পতন হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচকে।(ছবি সৌজন্যে এএআই) (Utpal Sarkar)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.