আনন্দবাজার ডট কম-এ খবর বেরোনোর ছ’ঘণ্টার মধ‍্যে সমস্ত মোবাইল ফোন নম্বর বদলে দিল বিধাননগর পুলিশ কমিশনারেট

‘ভুল’ ধরিয়ে দিতেই সংশোধনে তৎপর হল বিধাননগর পুলিশ কমিশনারেট। কয়েক ঘণ্টার মধ্যেই অকেজো মোবাইল নম্বর সরিয়ে দিয়ে নতুন নম্বর দেওয়া হল ওয়েবসাইটে।

বিপদে-আপদে বা প্রয়োজনে যোগাযোগের জন্য বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনস্থ থানাগুলির মোবাইল নম্বর দেওয়া থাকে ওয়েবসাইটে। কিন্তু ফোন করে পাওয়া যাচ্ছিল না! এ নিয়ে আনন্দবাজার ডট কম-এ প্রতিবেদন প্রকাশের ঘণ্টা ছয়েক পর বদলে গেল ওই সমস্ত মোবাইল নম্বর। বিধাননগর পুলিশের ওয়েবসাইটে দেওয়া নম্বরগুলিতে এখন ফোন করলে ‘রিং’ হচ্ছে। ও পার থেকে ফোন ধরাও হচ্ছে।

আনন্দবাজার ডট কম ‘ভুল’ নজরে এনে প্রতিবেদন প্রকাশ করেছিল সোমবার দুপুর ২টো ১১ মিনিটে। রাত ৮টা নাগাদ দেখা যায় বিধাননগর পুলিশ কমিশনারেট ওই নম্বরগুলি বদলে দিয়েছে। পাশাপাশি আগের মতো দেওয়া রয়েছে ইমেল আইডি। এখন ফোন করলে সাড়া মিলছে। শুধু ভুল সংশোধনই নয়, ওয়েবসাইটে বেশ কিছু প্রয়োজনীয় সংযোজনও করল বিধাননগর পুলিশ। এখন ওয়েবসাইটে ঢুকলে নতুন মোবাইল নম্বরের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে, স্পেশ্যাল ব্রাঞ্চ এবং ট্রাফিক পুলিশের সুবিধার বিষয়টি। কিছু ট্রাফিকের ক্ষেত্রে রয়েছে হোয়াট্স‌অ্যাপ নম্বর। ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ মহিলা পুলিশ থানার মোবাইল নম্বরও বদলে গিয়েছে।

দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর ‘গণধর্ষণের’ ঘটনায় আবার এক বার রাজ্যের আইনশৃঙ্খলা এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রেক্ষিতে পুলিশের পরিষেবা কতটা সুষ্ঠু? সব ঠিকঠাক চলছে তো? পরখ করে দেখতে গিয়েই ধরা পড়ল, খাস কলকাতার উপকণ্ঠে বিধাননগরে পুলিশের ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন থানার প্রায় সব মোবাইল নম্বরই ভুল।

বিধাননগর পুলিশ কমিশনারেটের ‘অফিশিয়াল’ ওয়েবসাইটে আলাদা আলাদা ভাবে দেওয়া থাকে ১৫টি থানার নাম, যোগাযোগের নম্বর (অধিকাংশ ক্ষেত্রে ল্যান্ড এবং মোবাইল) এবং ইমেল আইডি। সংশ্লিষ্ট থানাগুলির অধীনে কতটা এলাকা রয়েছে, প্রয়োজনে তা-ও দেখে নিতে পারতেন যে কেউ। কিন্তু ওই থানাগুলির সঙ্গে যোগাযোগের জন্য দেওয়া মোবাইল নম্বরগুলিতে বার বার ফোন করেও পাওয়া যায়নি। বস্তুত, গত দু’দিন ধরে ১৪টি থানার মোবাইল নম্বর ছিল ‘নাগালের বাইরে’। শুধু নিউ টাউন জ়োনের নারায়ণপুরের ‘নাগাল’ মিলছিল।

বাকি থানাগুলির ফোন নম্বর ডায়াল করলে শোনা গিয়েছে, ‘ডায়াল কিয়া গয়া নম্বর গলত হ্যায়, কৃপয়া সহি নম্বর ডায়াল করে’ (যে নম্বরটি ডায়াল করা হয়েছে, সেটি ভুল। দয়া করে সঠিক নম্বর ডায়াল করুন)!

অবশেষে বদল হল। তবে এর পরেও আর একটি ‘ত্রুটি’ আনন্দবাজার ডট কম-এর নজরে পড়েছে। সমস্ত থানার মোবাইল নম্বরের শুরু হয় ৯১৪৭ দিয়ে শুরু। মহিলা থানার ফোন নম্বরের শুরুতে ৯ সংখ্যাটি দেখা যাচ্ছে না। হতে পারে দ্রুত সংশোধনের চেষ্টার জন্য এই ‘ভুল’ থেকে গিয়েছে। আশা করা যাচ্ছে, বদলে যাবে এটিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.