‘ভারতপোল’! বিদেশে গা-ঢাকা দেওয়া অভিযুক্তদের ফেরাতে সিবিআইয়ের নয়া উদ্যোগ, কী সুবিধা মিলবে?

বিভিন্ন অভিযোগ, নানা মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে। অথচ তাঁর টিকি ছুঁতে পারছেন না কেন্দ্রীয় তদন্তকারীরা অথবা রাজ্য পুলিশ। কারণ, অভিযুক্ত রয়েছেন বিদেশে। এই সমস্যা মেটাতে উদ্যোগী হল সিবিআই। তৈরি হল একটি অনলাইন প্ল্যাটফর্ম। তার মাধ্যমে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের সঙ্গে সংযোগ রক্ষা করা যাবে, তেমনই বিনা বাধায় বিদেশে পলাতককে ফেরাতে অথবা তাঁর বিষয়ে তথ্য জানতে চেয়ে ইন্টারপোলের কাছে অনুরোধ করা যাবে। এই অনলাইন প্ল্যাটফর্মের নাম রাখা হয়েছে ‘ভারতপোল’।

ইন্টারপোল সংক্রান্ত মামলাগুলি দেখার অধিকার এ দেশে একমাত্র রয়েছে সিবিআইয়ের। ভারতে কোনও অপরাধের মামলা কিংবা অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে সহায়তার জন্য ইন্টারপোলের অন্য সদস্যের কাছে প্রয়োজনীয় তথ্য চাইতে পারে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা। আবার কোনও অপরাধমূলক মামলার তদন্তের জন্য ইন্টারপোলের সদস্য দেশগুলিকে সাহায্যও করতে পারে তারা। তা ছাড়া ইন্টারপোলের মাধ্যমে কোনও অভিযুক্তকে ধরার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস, নিখোঁজ অভিযুক্তের জন্য ইয়েলো নোটিস কিংবা কোনও অভিযুক্তের পরিচয়, তাঁর সম্পর্কে তথ্য এবং কাজকর্ম জানতে ব্লু নোটিস জারির প্রয়োজন হলে দেশের যে কোনও তদন্তকারী সংস্থা আগে চিঠি দেয় সিবিআই-কে। বস্তুত, ২০২১ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন মামলায় অভিযুক্ত প্রায় ১০০ জনকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়েছে ভারত। শুধু ২০২৪ সালে এমন ২৬ জনকে ফিরিয়ে আনা হয়েছে। এই পুরো ব্যবস্থাটিকে আরও ভাল ভাবে পরিচালনার জন্য ‘ভারতপোল’ নিয়ে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

‘ভারতপোল’ প্রকল্পের নকশা হয়েছিল অনেক দিন আগে। সম্প্রতি এই ব্যবস্থাটি পরীক্ষার জন্য অভ্যন্তরীণ ভাবে ব্যবহার করছে সিবিআই। তদন্তকারী সংস্থার একটি সূত্রে খবর, আগামী ৭ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে ‘ভারতপোল’-এর উদ্বোধন হতে পারে। সিবিআই মনে করছে, গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে এই অনলাইন প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিভিন্ন রাজ্যের পুলিশের সঙ্গে আরও ভাল করে যোগাযোগ রক্ষা করা যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.