তামিলনাডুর বাজির কারখানায় ফের বিস্ফোরণ। মৃতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ ১১ জন মৃত। আরও মৃত্যুর আশঙ্কা থাকছে। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে এই খবর। ঘটনাস্থল বিরুধনগর।
বিস্ফোরণে ৩৬ জন গুরুতর জখম। এদের অনেকেই আশঙ্কাজনক। বিস্ফোরণের প্রবল শব্দে বিরুধনগরের বাজি কারখানা সংলগ্ন এলাকা কেঁপে যায়। গোটা এলাকা বারুদের পোড়া গন্ধে ও ধোঁয়ায় ঢেকে যায়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাজি তৈরির সময় যে ধরণের দুর্ঘটনা ঘটে এবারও তাই হয়েছে। এর আগেও বহুবার তামিলনাড়ুর শিবকাশি তে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। বিরুধনগর জেলার শিবকাশি হলো বাজি কারখানার কেন্দ্র। তবে শুক্রবার বিস্ফোরণ হয় জেলার সাত্তুর এলাকায়।
বেলা দেড়টার কিছু পরে সাত্তুরের বাজি কারখানা এলাকায় বিস্ফোরণ ঘটে। পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর ফলে প্রাথমিকভাবে উদ্ধারকাজে বিলম্ব হয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে পোড়া ঝলসানো দেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই মৃত। যারা বেঁচে তারা ভীষণভাবে দগ্ধ। চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
দুর্ঘটনার পরে রাজ্য সরকারের তরফে মৃতদের জন্য তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়। গুরুতর জখম প্রত্যেকের জন্য ১ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও বাকি আহতদের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী।
বাজি কারখানার নিরাপত্তাহীনতা নিয়ে বারবার অভিযোগ উঠেছে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়না। বিরুধনগরের শিবকাশি দেশের সব থেকে বড় বাজি তৈরির কেন্দ্র। এখানে কাজ করা শ্রমিকরা প্রায়ই ভয়াবহ বিস্ফোরণের শিকার হন।
শুক্রবার তেমনই বিস্ফোরণ হয়েছে। বিরুধনগরের জেলা প্রশাসন, স্থানীয় দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থল সাত্তুরে পৌঁছান। শিবকাশি থেকেও দমকল আসে। তবে পরিস্থিতি আয়ত্বে আনতে সময় লাগে। বিস্ফোরণের পর আগুন ছড়ায়। এতে আরও চারটি বাজি কারখানা পুড়ে গিয়েছে।