শীত বিদায়ের পর্ব শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। একদিনে প্রায় চার ডিগ্রি বাড়ল রাতের তাপমাত্রা। ঘন কুয়াশার চাদরে ঢাকল শহর কলকাতা। দৃশ্যমানতা নেমে এল ৪০০ মিটারে।
আগামী তিন থেকে চার দিনে অন্তত চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা দুটোই বাড়বে বলেও জানা গিয়েছে। সকালে কুয়াশার প্রভাব দেখা যাবে এবং বাকি দিনভর পরিষ্কার আকাশ থাকবে বলে জানা গিয়েছে।
এই রাজ্যে আগামী চার থেকে পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। শুধুমাত্র উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দার্জিলিং ও কালিম্পং এর কোথাও কোথাও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার সামান্য কমবে রাজ্যের তাপমাত্রা। তাপমাত্রা কমলেও তা স্বাভাবিকের ওপরেই থাকবে অর্থাৎ শীত ফেরার সম্ভাবনা আর থাকল না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।