বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধি পেয়ে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভবনা থাকলেও গতকাল শেষ পর্যন্ত বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। আজ, শনিবার এবং আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভবনা কম। দক্ষিণবঙ্গ বৃষ্টি পেতে শুরু করবে সোমবার থেকে। সোম থেকে বুধ রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। তার আগে জলীয় বাষ্পের অস্বস্তি বাড়বে বাংলায়। রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ, শনিবার থেকে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা।
সিস্টেম
অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা মারাঠাওয়াড়ার উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা দক্ষিণ-পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ কেরালা পর্যন্ত বিস্তৃত। ৮ এপ্রিল নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর এবং আসাম সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের উপরিভাগে এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত। মধ্য মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার উপরও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে
বিক্ষিপ্তভাবে আংশিক বা মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গে আজ এবং কাল বৃষ্টির সম্ভবনা কম। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বাড়বে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী সোমবার থেকে বুধবার এবং কোনো কোনো জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধ/বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে
তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির সম্ভাবনা শুধু দার্জিলিংয়ে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলায়। মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায়
সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কাল রবিবার দুপুরের পর থেকে আংশিক মেঘলা আকাশ। রাতের পর সম্পূর্ণ মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আবহাওয়াবিদদের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
কলকাতার তাপমান
কাল রাতের তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ।
ভিনরাজ্যে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল মাহে কর্ণাটক। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু পন্ডিচেরি করাইকালে। সৌরাষ্ট্র ও কচ্ছে তাপপ্রবাহের সতর্কবার্তা। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া গুজরাটে।