উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। জানা গিয়েছে তাপমাত্রা একই রকম থাকবে আগামী কয়েক দিন।
উত্তরবঙ্গে বৃহস্পতিবারও দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রায় সেভাবে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলেই জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় সকালের দিকে জলীয় বাষ্প বেশি থাকবে। সকালে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে যদিও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিন গরম অনুভূত হবে বলেও জানানো হয়েছে।
কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি করে বেশি থাকবে। ফলে গরম অনুভূত হবে।