শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরের পার্বত্য এবং মালদা, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে দুই থেকে এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পার্বত্য দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম বলে জানা গিয়েছে। রাতে ও ভোরে আবহাওায় সহনীয় পরিস্থিতি থাকবে। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হবে। শনিবার থেকে ক্রমশ আরও ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের পারদ।
এছাড়াও ঝাড়খন্ড এবং ওড়িশাতে শুক্রবার বিকেল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে ঝাড়খন্ড এবং ওড়িশা সংলগ্ন এই রাজ্যের জেলাগুলিতেও এর আংশিক প্রভাব থাকবে।
উত্তরবঙ্গে শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে হবে বৃষ্টি। সমতলের দুই জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।