আরও নামল পারদ। রাতের তাপমাত্রা পৌছে গেল ১৪ এর ঘরে। দিনের তাপমাত্রাও সামান্য কমে স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। পশ্চিমাঞ্চলের জেলায় ১২-র ঘরে নামল রাতের তাপমাত্রা। পয়লা ফেব্রুয়ারি ১৯.৯ ডিগ্রি ছিল তাপমাত্রা। অর্থাৎ চার দিনে পাঁচ ডিগ্রি পারাপতন।
কলকাতায় ২ ফেব্রুয়ারি ১৬.৫ ডিগ্রি ছিল তাপমাত্রা। সেখানে ৩ ফেব্রুয়ারি তা হয় ১৫.২ ডিগ্রি এবং ৪ ফেব্রুয়ারির তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি।
পাঁচ দিনের এই মিনি স্পেল সোমবার অর্থাৎ ছয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে এর থেকে নিচে আর তাপমাত্রা নামবে না বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।