মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। মালদা ও দুই দিনাজপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, কোলকাতায় আজ বিকেলেই বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
২৫ তারিখ উত্তরবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আজ থেকে লাগাতার তিন দিন রাজ্যের সর্বত্র তাপমাত্রা কমবে। ইতিমধ্যেই কালবৈশাখি পেয়েছে মালদা। পশ্চিম বর্ধমান সহ কিছু জেলায় শীলাবৃষ্টি হয়েছে। বিকেলের বৃষ্টিগুলি রাতের তাপমাত্রাকে স্বস্তিদায়ক করে তুলবে। যদিও দিনের বেলায় আপাতত খুব বেশি স্বস্তি নেই। পরের দিন বেলা বাড়লেই ফের ভোগাবে আপেক্ষিক আর্দ্রতা।
মঙ্গলবার কলকাতায় দিনের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। সঙ্গে ৯০ শতাংশের কাছাকাছি ছিল দিনের আপেক্ষিক আর্দ্রতা।
রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি
আজ থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি রাজ্যজুড়ে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি; শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা।