Bengal Weather Update: অগস্ট-সেপ্টেম্বর জুড়ে মহাপ্লাবনের মতো বৃষ্টি! রহস্য বাঁকুড়া-ক্যানিং-বঙ্গোপসাগরে…

 এসে গেল বিকেলের আবহাওয়ার আপডেট। আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানালেন, অগস্ট এবং সেপ্টেম্বর মাসে রাজ্যে বেশিরভাগ জেলায় স্বাভাবিক বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শুধুমাত্র উত্তর-পূর্ব ভারত-লাগোয়া রাজ্যের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। তুলনায় কম বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর মালদা বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও।

ঘূর্ণাবর্ত

#এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উত্তর-পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত। মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিংয়ের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি। 

দক্ষিণবঙ্গ

*আজ বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হবে হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া ও বীরভূম জেলায়।
 
*ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায়। বৃষ্টির বেশি সম্ভাবনা হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলায়।

*শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়।

ভারী ও অতি ভারী বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার নিচু এলাকা প্লাবিত হবে। ভারী ও অতি ভারী বৃষ্টিতে দৃশ্যমানতাও কমতে পারে। শহর এলাকায় যানজট ও দুর্ঘটনার সম্ভাবনা।

উত্তরবঙ্গ

*আজ ভারী বৃষ্টির সম্ভাবনা শুধু মালদা জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

*শুক্রবার ভারী বৃষ্টি হবে পার্বত্য জেলায়। আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়।

*শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও কোনও সতর্কতা নেই।

*রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়।

*সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.