এসে গেল শুক্রবারের বিকেলের আবহাওয়ার আপডেট। জানা গেল বৃষ্টির খবর। জানা গেল ঘূর্ণাবর্তের প্রভাবের কথা। জানা গেল কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে, ঝড়ের আশঙ্কা আছে কিনা ইত্যাদি।
জোড়া অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাব। উত্তরবঙ্গ ও সিকিম-সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা, যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে। এর প্রভাবেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আজ ও আগামীকাল। দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো বাতাস এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে আগামী মঙ্গল-বুধবার পর্যন্ত। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
তবে শুধু বৃষ্টি নয়, আগামী শনি ও রবিবার বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানা গিয়েছে। ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা এবং কালবৈশাখীর সম্ভাবনা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ওপশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও হুগলি জেলায়।