রবিবার পর্যন্ত বৃষ্টি পরিমাণ কম থাকবে উত্তরবঙ্গে। সোমবার থেকে ফের আবহাওয়ার বড় পরিবর্তন হবে। তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। ২১ থেকে ২৬ অগস্ট দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি বাড়বে।
মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে সরবে। হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকায় ৭২ ঘণ্টা বা তার বেশি অনড় অবস্থান করবে। এর প্রভাবেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টি কমবে। তাপমাত্রা সামান্য বাড়বে। চুড়ান্ত বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গেও আবহাওয়া বদল হবে। মঙ্গল থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আপাতত সোমবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে। চুড়ান্ত আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। মঙ্গলবার থেকে কিছুটা বাড়তে পারে বৃষ্টি। শনিবার দিনের ও রাতের তাপমাত্রা বাড়তে পারে কলকাতায়।
পরিসংখ্যান হিসেবে কাল দিনের তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। কাল রাতের তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ৯৪ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘন্টায় ১.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।