ভারতবর্ষে এল মৌসুমী বায়ু। কেরালায় ঢুকলো বর্ষা। নির্ধারিত সময় পয়লা জুনের থেকে সাত দিন পরে আট জুন কেরালার মাটি স্পর্শ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ৪৮ ঘন্টায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। রবিবারের মধ্যে বাংলায় বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গ
রবি ও সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ছে। ভারী বৃষ্টি হবে সিকিমেও।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি শনিবার পর্যন্ত থাকবে বলেও জানানো হয়েছে।
কলকাতা, হাওড়া, হুগলি সহ উপকূলের জেলাগুলিতে রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গ
শনিবার পর্যন্ত কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ছাড়া বাকি সব জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। রবি ও সোমবার এবং তাপপ্রবাহ থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
পরিসংখ্যান
কাল দিনের তাপমাত্রা কিছুটা নেমেছে। প্রায় ৪০ ছুঁয়ে যাওয়া পারদ গতকাল নেমেছে ৩৬.১ ডিগ্রি। কাল রাতের তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা এখনও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয়বাষ্প ৮৯ শতাংশ।